Welcome to বালি-পাথর-সামগ্রী Store
এখানে উন্নত মানের বালি-পাথর সামগ্রী পাওয়া যায়
New Collection
কনস্ট্রাকশন কাজের জন্য উপযোগী পাথর ও তার বৈশিষ্ট্য
কনস্ট্রাকশন কাজের জন্য উপযোগী পাথর, এ বিষয়ে জানার পূর্বে পাথরের ব্যবহার কিভাবে শুরু হল তা জানা দরকার। আদিকালেও মানুষ পাথর ব্যবহার করত। প্রস্তর যুগে মানুষ পাথরকে আত্মরক্ষার ও পশু শিকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতো । কালক্রমে কনস্ট্রাকশন কাজের জন্য উপযোগী পাথর নির্মাণের প্রধান উপকরণের পরিণত হয়েছে। পাথর খুবই শক্ত মজবুত ও দীর্ঘস্থায়ী সামগ্রী । যেমন বাড়ী তৈরি, সড়ক ও সেতু নির্মাণ কাজে পাথর ব্যবহার করা হয়।
কনস্ট্রাকশন কাজের জন্য উপযোগী যেসব পাথর ব্যবহার করা হয় তার বৈশিষ্ট্য নিম্নরূপ
- চারপাশে খসখসে ও কোন আকার হবে।
- পাথরের মিশ্রণ এক রকম মানের হবে। যেমন ভোল্ডার ভাঙ্গা পাথরের সাথে ভুতু ভাঙ্গা পাথরের মিশ্রণ একরকম হয় না।
- বোল্ডার ভাঙ্গা পাথর অনেকটা বড় পাথর হয়ে থাকে এ পাথর ভেঙ্গে ছোট করা হয় । বড় পাথর ভেঙ্গে যখন ছোট করা হয় তখন এই পাথরকে বোল্ডার ভাঙ্গা পাথর বলা হয়। এ পাথর চারপাশে খসখসে ও কোন আকৃতি হয় তাই বালু সিমেন্ট এর সাথে খুব সহজে ভালোভাবে মিশ্রণ তৈরী করতে পারে । বোল্ডার ভাঙ্গা পাথর কনস্ট্রাকশন কাজের জন্য বেশ উপযোগী।
- ভুতু ভাঙ্গা পাথর অনেকটা ডিমের মতো ছোট পাথর। এই পাথর ভেঙ্গে যখন ছোট করা হয় তখন তাকে ভুতু ভাঙ্গা পাথর বলা হয় । এ পাথর অনেকটা তেলতেলে হয়ে থাকে। ভুতু ভাঙ্গা পাথর খসখসে হয় না, তাই বালু সিমেন্টের সাথে সহজে মিশতে পারে না। তাই বোল্ডার ভাঙ্গা পাথরের সাথে ভুতু ভাঙ্গা পাথর মিশ্রণ করে কনস্ট্রাকশন কাজের জন্য এর ব্যবহারের উপযোগী করা হয়।
- পাথরের মিশ্রণে ছোট-বড় সব আকারের পাথর থাকবে।
- পাথরের গায়ে তেল জাতীয় পদার্থ, কয়লা ও মরা পাথরের সংমিশ্রণ থাকবে না।
পাথরের গুণগত মান পরীক্ষা
১.সম আকারের ভিন্ন শ্রেণীর দুটি পাথরের টুকরা হাতে নিলে যে পাথরটি অধিকতর ভারি অনুভূত হবে ঐ পাথরটিকনস্ট্রাকশন কাজের জন্য উপযোগী পাথর বলে বিবেচিত হবে কেননা ভারী পাথরের গঠন দূঢ় এবং ছিদ্রের পরিমাণ কম, ফলে ওজন অনেকটা বেশি হয। দুই টুকরা পাথরের মধ্যে যে পাথরটি ওজন বেশি সেই পাথরটি কনস্ট্রাকশন কাজের জন্য উত্তম।
২.কনস্ট্রাকশন কাজের জন্য উপযোগী পাথর, বাহিক দর্শনে ভাঙ্গা পাথরের ভাঙ্গা পৃষ্ঠা দেখতে যদি সমতল হয় এবং দানাগুলো যদি স্পষ্ট হয় তবে সে পাথরটি ভালো পাথর বলে বিবেচিত হবে এবং কনস্ট্রাকশন কাজে বিনাদ্বিধায় ব্যবহার করা যাবে।
৩.কনস্ট্রাকশন কাজের জন্য উপযোগী পাথর, অন্য কোন পাথর দ্বারা বা হাতুড়ি দাঁড়া আঘাত করলে ধাতব আঘাতের ন্যায় শব্দ হলে তা ভালো পাথর বুঝায়।
৪.কনস্ট্রাকশন কাজের জন্য উপযোগী পাথর কে অন্য পাথর বা শক্ত কিছু দ্বারা ঘর্ষণ করলে যদি পাথরটি ক্ষয়প্রাপ্ত হয় সেই পাথর টা নির্মাণ কাজের জন্য অনুপযোগী বলে বিবেচিত হবে। আবার কোন পাথর ঘর্ষণের ফলে যদি অধিক ধুলাবালি সৃষ্টি করে সে পাথর নির্মাণ কাজের জন্য অনুপযোগী এ বিষয়গুলো সতর্কতার সাথে বিবেচনা করে নির্মাণ কাজের জন্য পাথর নির্ধারণ করা খুবই জরুরী।
৫.কনস্ট্রাকশন কাজের জন্য উপযোগী যে পাথর নির্ধারণ করা হয়েছে সেই পাথরের গায়ে যদি ফাটল দেখা যায় তাহলে সে পাথর পরিবর্তন করতে হবে । ফাটা ময়লা যুক্ত পাথর কনস্ট্রাকশন কাজে ব্যবহার করা যাবে না।
প্রতিটি পাথরের ধরণ এবং বৈশিষ্ট্য ভিত্তিতে কনস্ট্রাকশনের ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হয়। প্রতিটি পাথর তার বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে বিভিন্ন নির্মাণ কাজের জন্য উপযুক্ত। উদাহরণস্বরূপ বেসাল্ট এবং গ্রানাইটের মতো উচ্চতর সংবেদনশীল শক্তি এবং স্থায়িত্বের মতো উন্নত বৈশিষ্ট্য রয়েছে এমন পাথর বড় নির্মাণকাজে ব্যবহার করা হয়
আমাদের স্যাম্পলগুলো দেখুন
এখানে সবধরনের বালি-পাথর দেয়া আছে।